সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে জনগন যেভাবে সহযোগিতা করছেন তেমনি আনসার, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর প্রতিটি সদস্য যারা সারাদিন বৃষ্টিতে ভিজে ডিউটি করে যাচ্ছে আমাদের ভালো রাখার জন্য।
এছাড়া ও মাঠ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা ও উপজেলা প্রশাসনের সবাইকে; যারা ত্রাণ কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, মোবাইল কোর্ট পরিচালনা ও সবকিছুর সার্বিক সমন্বয়ের মাধ্যমে সরকারি নীতি বাস্তবায়নে অহর্নিশ কাজ করছেন সহ প্রাপ্য নওগাঁর সকল হাসপাতালের ডাক্তার,নার্স ও ল্যাবরেটরি টেকনোলজিস্টসহ সংশ্লিষ্ট সকলকে ; যারা জীবনের মায়া তুচ্ছ করে রাতদিন পরিশ্রম করছেন সবাইকে সুস্থ রাখতে সকলকে অসংখ্য ধন্যবাদ।
এরপরেও কঠোর লকডাউন দেখতে কেমন, মোড়ের চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে কিম্বা অকারণে ঘুরতে বের হয়ে আজও প্রায় ২৯ টি মোবাইল কোর্টের ২৭১ মামলায় ২৭৫ জন দন্ডিত হয়েছেন, জরিমানা দিয়েছেন ১,০৭,৬৪০/- টাকা। কি প্রয়োজন এসব করে, রাস্তায় রাস্তায় অযথা ঘুরে!
তারচেয়ে চলুন ঘরে থাকি। জীবন না জীবিকা বড় এই কুতর্কে না গিয়ে পরিবার কে সুরক্ষিত রাখি। মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি!! করোনা থেকে দেশকে সুরক্ষিত রাখি!!!
Leave a Reply