৬/০৭/২১ শুত্রুবার
ব্রাহ্মণবাড়িয়া জেলা
সরাইল উপজেলার এক যুবককে সৌদি আরবের রিয়াদে গলাকেটে নৃশংস ভাবে হত্যা
সৌদি আরবের রাজধানী রিয়াদে জাকির হোসেন (২৯) নামের এক বাংলাদেশী যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।
নিহত জাকির হোসেন (২৯) গাজী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মো. কাঞ্চন মিয়ার ছেলে।
রাজধানী রিয়াদের আল হারা নামক এলাকায় একটি বাসায় জাকির হোসেন (২৯) থাকতেন। গত বুধবার সকালে উক্ত বাসাতেই জাকির হোসেনকে ধারালো অস্ত্র নিয়ে গলাকেটে ও আঘাত করে হত্যা করা হয়।
তবে কে বা কারা এবং কেন জাকিরকে এভাবে নৃশংস ভাবে হত্যা করেছে, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেননি। আসল ঘটনা উন্মোচনে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।দীর্ঘ ১৩ বছর ধরে সৌদিআরব অবস্থান করছে নিহত জাকির হোসেন, বিগত আড়াই বছর আগে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে বাংলাদেশে ছুটিতে আসেন ।স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক করা হয়েছে,আর কিছুদিন পর তার বাংলাদেশ আসার কথা ছিল।জাকির হোসেনের মৃত্যুতে আল হারায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply