সংবাদদাতা: মো: রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সরকারি চাল অবৈধভাবে মজুদ ও চুরির দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (২৪/৯/২০২৫) বুধবার সকাল ১১:২৫ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোশারফ হোসাইন-এর নেতৃত্বে উপজেলার কালিকচ্ছ বাজারে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নোয়াগাঁও গ্রামের রতন মিয়া (৬০) নামের এক ব্যক্তির গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে রতন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি চাল অবৈধভাবে মজুদ বা চুরি করে বিক্রি করার প্রবণতা রুখতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি চাল কোনো দোকানে অবৈধভাবে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেল-জরিমানা অব্যাহত থাকবে।