সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গায় মিথ্যা সাক্ষী না দেওয়ায় উদিয়মান নাট্যকার বিদ্রোহী রবি কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ২২ জুলাই বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করেছে ভুক্তভোগী রবিউল ইসলাম রবি(বিদ্রোহী রবি)।
অভিযোগ সুত্রে জানা যায়,গত ২২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় মিথ্যা মামলায় সাক্ষী হতে না চাওয়ার জেরে,উল্লাপাড়া উপজেলার আওয়ামী সেচ্ছসেবকলীগের সাংগঠকি সম্পাদক,উল্লাপাড়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মুরাদ হোসেন (৩২) তার ব্যবহিত মোবাইল ০১৭৩৯৭১১১৯৩ নাম্বার হতে মোঃ রবিউল ইসলাম (ওরফে) বিদ্রোহী রবির ব্যবহিত ০১৭২২২১৩১৪৫ নাম্বারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রান নাশের হুমকি এবং মামাকে বলাৎকার ও মামাতো বোন কে জোর করে ধর্ষন করবে বলে হুমকি প্রদান করে।
এ ঘটনায় হুমকির কল রের্কডিং সোসাল মিডিয়ায় পোষ্ট দিলে তা মুর্হুতে ভাইরার হয়। এর পর নীজ পরিবারের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন বলে গনমাধ্যম কর্মীদের জানান ভুক্তভোগী রবিউল ইসলাম রবি।
রবিউল ইসলাম রবি (বিদ্রোহী রবি) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পাটধারী গ্রামের মাওলানা আবু সাইদ এর ছেলে। সে ব্যবসার পাশাপাশি ইউটিবে নাট্য নির্মান,অভিনয়,গীতিকার ও গায়ক হিসেবে এলাকার সর্ব মহলে অত্যান্ত পরিচিত।
এ-বিষয়ে জানতে চাইলে এলাকার রিফাত হাসান নামের এক ব্যাক্তি জানান,অভিযুক্ত মুরাদ হোসেন দলীয় পদ ব্যাবহার করে এলাকায় নানা অপরাদ মুলক কর্মকান্ডে জড়িয়ে পরেছে,ইতি পুর্বে সে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে,সে অনেককেই মারপিট করেছে। সে আামাকে উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের বিজ্ঞানাগারে নিয়ে উলঙ্গ করে বেধরক মারপিট করে,মোবাইলে ভিডিও করে। এ ঘটনায় বিচার চাইলে বা মামলা করলে আমার উলঙ্গ ভিডিও সোসাল মিডিয়া ছড়িয়ে দিবে বলে হুমকি দিলে আমি আর বিষয়ে কাইকে কিছু বলি নাই। এক কথায় তার ভয়ে এলাকায় কেউ মুখ খোলে না।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত উল্লাপাড়া উপজেলার আওয়ামী সেচ্ছসেবকলীগের সাংগঠকি সম্পাদক,মুরাদ হোসেন-রাগের বসত বিদ্রোহী রবিকে হুমকি দিয়েছেন বলে বলে স্বীকার করেন।
এ-ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্ত(ওসি)মোঃ আব্দুল কাদির জিলানী বলেন,হুমকির কথা উল্লেখ করে রবি থানায় একটি সাধারন ডাযেরী করেছেন,ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নিব।#
Leave a Reply