
খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান পটুয়াখালী:
পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব শাহজাহান খানের পুত্র শিপলু খান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, দলীয় স্বার্থে আমি তার পক্ষেই কাজ করবো।” মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিপলু খান সমর্থিত বিএনপির নেতা-কর্মীবৃন্দ। সভায় শিপলু খান তার ছাত্রজীবনের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণা করে বলেন, “ছাত্রজীবন থেকেই আমি রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকেছি। দলের কঠিন সময়েও আমি সাহসিকতার সঙ্গে রাজনীতি করেছি। বিভিন্ন সময় আমাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, জেল খাটতে হয়েছে—তবুও আমি পিছিয়ে যাইনি।” তিনি তার প্রয়াত পিতা আলহাজ্ব শাহজাহান খানের রাজনৈতিক অবদানের কথাও স্মরণ করে বলেন, “আমার পিতা গলাচিপা-দশমিনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বিএনপিকে শক্তিশালী ও সংগঠিত করে রেখেছিলেন। ২০২২ সালের ২৮ নভেম্বর আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় তিনি জীবন হারান। তার রক্ত আমাদের আন্দোলনের প্রেরণা।” বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকার প্রসঙ্গ টেনে শিপলু খান বলেন, “৩ নভেম্বর ঘোষিত ২৩৭টি আসনের তালিকায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনটি এখনো হোল্ডে রয়েছে। মনোনয়ন নিয়ে আমি আশাবাদী—দল আমার ত্যাগ ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করবে।” তিনি আরও বলেন, “গলাচিপা-দশমিনা আমার প্রাণের এলাকা। যদি জনগণ ও দল আমাকে দায়িত্ব দেয়, আমি চাই গলাচিপাকে উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে দেশের ৬৫তম জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে।” সভা শেষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শিপলু খান এবং বলেন, “দল ও জনগণের স্বার্থই আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ব্যক্তি নয়, আদর্শই আমাদের শক্তি।”
Leave a Reply