খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় গাজীপুরে নৃশংসভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় গলাচিপা থানার সামনে উপজেলা সকল সাংবাদিক, স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, গাজীপুরে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, পুরো সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দিয়েছে। তুহিন ছিলেন সৎ, সাহসী ও সত্যের পথে নির্ভীক সংবাদকর্মী। তার অকালে মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে সাংবাদিক আনোয়ারকে হত্যার চেষ্টা এবং সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন ও হুমকির তীব্র নিন্দা জানান। তারা বলেন, এসব ঘটনা গণমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে এবং মানুষের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি, তথা ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান।
তারা আরও বলেন, “সাংবাদিকের কলম থামিয়ে দেওয়ার চেষ্টা মানে সত্য ও ন্যায়কে হত্যা করা। আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাব।” বক্তারা ঘোষণা দেন, তুহিন হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
Leave a Reply