হালুয়াঘাট -ধোবাউড়া প্রতিনিধিঃ ফরহাদ মিয়া
ময়মনসিংহের ধোবাউড়ায় গাজীপুরে নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সারা দেশে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে ধোবাউড়া উপজেলা সদরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ।
মানববন্ধনে ধোবাউড়া ডিজিটাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আজহারুল ইসলাম কাজল, ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিক, ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, কৃষকদলের আহ্বায়ক নয়ন মন্ডলসহ উপজেলা কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, গোটা জাতির জন্যই এক অশনিসংকেত। তারা অভিযোগ করেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।