মোঃ আতাউর রহমান মুকুল,সিনিয়র স্টাফ রিপোটার :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের ধারাবাহিকতা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু গণমাধ্যম নয়, দেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারও প্রতিচ্ছবি।
তারা আরও বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। তাই অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করতে হবে, যাতে গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন এবং জনগণের অধিকার ও সত্য প্রকাশের পথ সুগম হয়। একইসঙ্গে তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞা এবং সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোশাররফ হোসেন বুলু।
এ সময় বক্তব্য দেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি একেএম শামসুল হক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুদীপ্ত শামীম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি শাহিন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ।