বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২লা মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আজ উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ, উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, পল্লী উন্নয়ন অফিসার নাহিদুর রহমান নাহিদ, সহকারি নির্বাচন অফিসার রফিকুল ইসলাম রফিক, নতুন স্মার্ট কার্ড গ্রহীতা ওয়ালিউর রহমান রাব্বি প্রমুখ। আলোচনা শেষে ২০১৯ সালে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন করা হয় প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।