আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, চ্যাম্পিয়ন কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, উপাধ্যক্ষ এস এম সালাউদ্দিন, সহকারী অধ্যক্ষ মো.আবুল খায়ের, কলেজের শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল জলিল, ক্রীড়া শিক্ষক মো.মাহবুবুর রহমান, কোচ মো.ফারুক হোসেন, কলেজ দলের অধিনায়ক আনিছুর রহমানসহ সকল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
গত ৭ মে রাজধানীর ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে তারুণ্যের উৎসব-২০২৪ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ এবং সিলেটের তাজপুর ডিগ্রি কলেজের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তারা সিলেটের তাজপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল হক।