আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিস।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুমসহ ৩৬ জুলাই আন্দোলনের সময়কার আহত আন্দোলনকারীরা এবং তাঁদের সাহসী মায়েরা।
অনুষ্ঠানে ‘জুলাইয়ের মায়েরা’ নিজেদের স্মৃতিচারণে বলেন, “আমাদের সন্তানেরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি তাদের সাহস, অনুপ্রেরণা ও আশ্রয়।”
তাঁরা আরও বলেন, “এই সম্মাননা আমাদের নয়, পুরো জাতির সম্মান যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় না।”
জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান অংশগ্রহণকারীরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন এ ধরনের ঐতিহাসিক আন্দোলন ও ত্যাগকে মনে রাখে এবং অনুপ্রাণিত হয়।