মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজ ১৩ জুলাই রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসন এক মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম দিন ১৪ জুলাই জেলা ডাকবাংলোর স্থানে "জুলাই স্মৃতিস্তম্ভ" স্থাপন এবং নারী আন্দোলনের ভূমিকা নিয়ে জনবহুল স্থানে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
১৬ জুলাই আশাশুনির প্রতাপনগরে তিন শহিদের নামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হবে।
১৮ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে, এতে শহিদ ও আহতদের পরিবার থাকবে সম্মানীয় অতিথি হিসেবে।
১৯ জুলাই কালেক্টরেট পার্কে চার শহিদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।
২১ জুলাই জেলার সকল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা হবে।
২৪ জুলাই শিশু শহিদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা ও মাধ্যমিক পর্যায়ে "২৪-এর রঙে গ্রাফিতি" কর্মসূচি হবে।
২৮ জুলাই জেলার হাসপাতালগুলোতে রক্তদান ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
৩১ জুলাই জেলার কলেজগুলোতে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী হবে এবং প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রেরণ করা হবে।
২ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী হবে।
৩ আগস্ট জনবহুল স্থানে নারীদের আন্দোলনে অবদানের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
৪ আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা এবং "Spot Light on July Heroes" চলচ্চিত্র প্রদর্শন হবে।
৫ আগস্ট শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ধর্মীয় প্রার্থনা এবং বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
এই মাসব্যাপী উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশের গৌরবময় ইতিহাসকে ছড়িয়ে দিতে চায় সাতক্ষীরা জেলা প্রশাসন।