আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা শাখার আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ক্যাবের সভাপতি এড. আজহারুল ইসলাম, সহ-সভাপতি এড. ফেরদৌসি সুলতানা, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আর রহমান, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, হাসানুজ্জামান, আহম্মেদুল কবির বাবু, সামিউল ইসলাম, শামিমা সুলতানা, রিবা সুলতানা, শাহিদা সুলতানা, নাছিমা আক্তার, সদস্য মিনারুল ইসলাম, শারমিন নাহার, সাব্বির হোসেন, তামান্না প্রমুখ।বক্তারা এসময় বলেন, বর্তমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। ক্যাবের পক্ষ থেকে এসময় প্রধান উপদেষ্টা কাছে বাজার মনিটরিং করার জন্য দাবি জানানো হয়। একই সাথে অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর ৮দফা দাবিতে স্বারকলিপি প্রদান করেন।