আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় র্যাব-৬ এর আভিযানিক দল সদর থানাধীন ঝাউডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ মোসলেম আলী (৬০), পিতা-মৃত শাহাজান আলী, সাং-বৈদ্যপুর, থানা- কলারোয়া,জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, মামলার ভিকটিম একজন শারীরিক প্রতিবন্ধী শিশু। ০৭ জুন ২০২৫ তারিখ বেলা ১২ ঘটিকায় আসামি মাঠে কাজ করছিল। তখন উক্ত শারীরিক প্রতিবন্ধী শিশু ঐ মাঠের মধ্য দিয়ে তার বাড়ীতে যাওয়ার সময়ে আসামি ভিকটিম শিশুকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে আসামি আত্মগোপন করে। বিষয়টি র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে।
মঙ্গলবার (১৭ জুন) উক্ত
আসামিকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।