মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরায় মাত্র ১০ টাকার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে বাবুলিয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ভিকটিম শিশুটি বাবা-মায়ের বিচ্ছেদের পর আত্মীয়স্বজনের বাড়িতে বসবাস করছিল। রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে মায়ের দেখা পাওয়ার আশায় সে বাবুলিয়া পোস্ট অফিসের সামনে অপেক্ষা করছিল। এ সময় পোস্ট মাস্টার শহীদুল ইসলাম তাকে পুরনো কাগজপত্র ফেলার কথা বলে ১০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। শিশুটি কাজ শেষ করলে শহীদুল তাকে ঘর ঝাড়ু দিতে বলেন এবং একপর্যায়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
পরে পোস্ট অফিসের রানার ইব্রাহীম শিশুটিকে কাঁদতে দেখে দোকানে নিয়ে গিয়ে খাবার খাওয়ান। সেখানে শিশুটি পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে শহীদুলকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।
পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। রবিবার রাত সাড়ে ৮টায় পরীক্ষা সম্পন্ন হয়। সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তনিমা মন্ডলের আদালতে শিশুটি ২২ ধারায় জবানবন্দি দেয়।
সাতক্ষীরা সদর থানায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন। তবে দ্বিতীয় বিয়ের কারণে তিনি মেয়েকে জিম্মায় নিতে আগ্রহ দেখাননি। ফলে প্রশাসন ভিকটিমকে কোথায় রাখবে সে বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।
আসামি শহীদুল ইসলামকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।