বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পথিমধ্যে পা হারালেন এক মুদী ব্যবসায়ী। পা হারানো ব্যবসায়ীর নাম মোজাফফর হোসেন খোকন (৫০)। সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এলবাহার গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে দেবহাটা সড়কের রেফারি মিজানুর রহমান এর বাড়ি সংলগ্ন এলাকায়, বালু বোঝাই একটি ট্রাক ও মোটরসাইকেল এর সংঘর্ষে, মুদী দোকান ব্যবসায়ীর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, দেবহাটার ইছামতি নদীর বালু নিয়ে একটি ভারী ট্রাক সাতক্ষীরা অভিমুখে আসার সময় ঐ ব্যবসায়ী বাজারের উদ্দেশ্যে ঈদগাহ হাটে আসছিল। দূর্ঘটনার পর, ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে, আহত ব্যবসায়িকে হাসপাতালে পাঠিয়ে, ঘাকত ট্রাক এবং ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল টি জব্দ করে, থানায় নিয়ে আসে। দেবহাটা থানার ওসি তদন্ত উজ্জ্বল মৈত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply