সাতক্ষীরা জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার সাতক্ষীরা জেলা প্রশাসনক হুমায়ুন কবির এর কাছে হস্তান্তর করেন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, এস এম মোস্তফা কামাল সাতক্ষীরা জেলায় ৩২ মাসের গৌরাবৌজ্জ্বল কর্মকাল শেষে পদোন্নতি মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যোগদান কররেন।
ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরার রূপকার। সদ্য বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। আজও সাতক্ষীরা বাসিকে মনে প্রাণে এতোটাই ভালোবাসেন। যখন সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাসের মহামারী রূপ ধারণ করছে। তখনই দূর থেকে প্রাণের সাতক্ষীরা বাসির জন্য, নিজ উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে ৩০ টি অক্সিজেন সিলিণ্ডার পাঠিয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, তাই অক্সিজেনর মাধ্যমে যেন সাতক্ষীরা বাসিকে বাঁচিয়ে রাখতে চাই বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমণ কালীন সাতক্ষীরা বাসির পাশে দাঁড়ানোর জন্য ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন সর্বস্তরের জনগণ।