মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরায় র্যাবের অভিযানে ৩৫৮ বোতল ফেন্সিডিল সদৃশ্য মাদকদ্রব্য উইন্সেরেক্সসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬ এর একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—উক্ত এলাকার নাজিম সরদারের ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু এবং মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে মোঃ আব্দুল কাদের (২৫)।
র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কিছু ব্যক্তি হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা ভোরবেলা অভিযান চালিয়ে কালু ও কাদেরকে ঘটনাস্থল থেকে আটক করেন।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি রকিব হোসেনের ইটের দেয়ালঘেরা একতলা বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৩৫৮ বোতল উইন্সেরেক্স উদ্ধার করা হয়। এই মাদকদ্রব্যটি ফেন্সিডিল সদৃশ্য এবং তা নেশা সৃষ্টিকারী হিসেবে ব্যবহৃত হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।