সাতক্ষীরার ভোমরা বন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারীর হাত বিচ্ছিন্ন
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারীর হাত বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোমরা স্থলবন্দরের ২ নং গেটের সামনে মর্মান্তিক এট্ক দুর্ঘটনায় এক ব্যক্তির দেহ থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত ব্যক্তি ভোমরা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আকবর আলী গাজী বন্দরের শ্রমিকরা জানান, গেটের সামনে দিয়ে আকবর আলী হেটে যাচ্ছিলেন এসময় একটি ভারতীয় খালি ট্রাক (WB-25 E 7882) ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেগতিক ভাবে গাড়ি চালাচ্ছিল, এসময় ট্রাকে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আকবর আলীর একটি হাত ট্রাকের চাকার তলায় পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উত্তেজিত জনতা এসময় ট্রাকটি ভাংচুর করে। তবে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আহত আকবর আলীকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে।