সাতক্ষীরা জেলার (তালা-কলারোয়া) উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ.লীগ ৯, স্বতন্ত্র (আ.লীগ) ৭, স্বতন্ত্র (বিএনপি) ৩. স্বতন্ত্র (জামাত) ১ এবং ওয়ার্কার্স পার্টির একজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পূর্বের রাতে ও নির্বাচনের দিন প্রবল বৃষ্টি উপেক্ষা করে তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিরামহীনভাবে ভোটের মাঠে প্রশাসন ছিলেন কঠোর অবস্থানে।
সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা বিভিন্ন ইউনিয়েন পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা টহল দিতে দেখা গিয়েছে।
তালার ১১টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৫ জন,ওয়ার্কার্স পার্টির একজন, বিএনপির সমর্থিত স্বতন্ত্র ২জন প্রার্থী ও জামায়েত ইসলামী সমর্থিত স্বতন্ত্র ১জন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তালা উপজেলার ৮টি ইউনিয়নের ৭৩টি ভোট কেন্দ্রের ৪০৩টি কক্ষে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি ৩ টি ইউনিয়নের ৩১ কেন্দ্রের ১৯২ কক্ষে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারিভাবে বিজয়ীরা হলেন- তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মো: জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত), নগরঘাটায় কামরুজ্জামান লিপু (নৌকা), সরুলিয়ায় আব্দুল হাই মাষ্টার (স্বতন্ত্র, আ’লীগ)
ইসলামকাটিতে অধ্যাপক গোলাম ফারুক (স্বতন্ত্র, জামায়াত সমর্থিত), খলিলনগরে প্রভাষক প্রনব ঘোষ বাবলু (নৌকা), তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন (নৌকা), তেঁতুলিয়ায় আবুল কালাম আজাদ (নৌকা), মাগুরায় গনেশ চন্দ্র দেবনাথ (নৌকা), খেসরায় কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র, আ.লীগ), খলিষখালিতে অধ্যাপক সাবির হোসেন (ওয়ার্কার্স পার্টি) ও জালালপুরে এম মফিদুল হক লিটু (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত)।
এদিকে কলারোয়ায় ৬ জন স্বতন্ত্র ও ৪ জন নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। হেলাতলা ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম ও ৯টি ইউনিয়ন পরিষদের ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের ভোট গণনা শেষে ৪জন নৌকা ও ৬ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কলারেয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের নৌকার মনোনিত প্রার্থী বেনজির হোসেন হেলাল ,
কয়লা ইউনিয়নে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নিশান হোসেন,
যুগিখালী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল হাসান,
দেয়াড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মাহবুবুর রহমান মফে,
হেলাতলা ইউনিয়ন পরিষদে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন,
চন্দনপুর ইউনিয়ন পরিষদের আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ডালিম হোসেন,
কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন হাবিল,
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী এমএ কালাম,
জয়নগর ইউনিয়ন পরিষদের অটোরিক্সা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশাখা তপন সাহা,
কলারোয়ার ১০টি ইউনিয়নের ৯১টি ভোট কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান। তিনি আরও জানান, অনুষ্ঠিতব্য ১০ ইউপি নির্বাচনে মোট ১ লাখ ৪৪ হাজার ৪৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৭৪ ও মহিলা ভোটার ৭২ হাজার ৬৯৬ জন। জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে ১০ জন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকসহ বিভিন্ন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৫ জন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন।
Leave a Reply