সাতক্ষীরায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের।
রোববার (১৫ আগষ্ট) সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রথমে শ্রদ্ধা জানায় সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মুনাজাত ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া দুপুরে শহরের প্রতিটি ওয়ার্ডে, জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ এলাকা, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply