সিনিয়র রিপোর্টার- আজ(১৮) জুন সকাল ১০ঘটিকার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের চাঁদখালি গ্রামের পরিমল বৈদ্যর ছেলে শ্রিনিবাস বৈদ্য (৩০) বজ্রপাতে মৃত্যু বরন করেন, পরিবার সুএে জানা যায় , বাড়ি থেকে শশুর বাড়ি উদ্দেশ্য বের হয়,
শ্রিনিবাস বৈদ্য তার পিতা পরিমল বৈদ্য , স্ত্রী ও সন্তান, বাড়ি থেকে বেশ কিছু দুর যেতেই, বজ্র গায়ে পড়ে শ্রিনিবাসের ঘটনা স্থালে মৃত্যুর হয়।তার সাথে থাকা বাবা স্ত্রী ওসন্তানের কোনো প্রকার সমস্যা হয় নি বলে জানা যায়, এই ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।