সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়ায় র্যাবের অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা টার সময় সদরের মিরগীডাঙ্গা বাজারস্থ ফারাবী সেন্টার এন্ড হার্ডওয়ার এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোঃ জাহিদুল ইসলাম (২২)। সে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত জালাল গাইনের ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান গোপন সংবাদের ভিত্তিতে তারই নেত্বত্বে পরিচালিত অভিযানে উক্ত ব্যক্তিকে ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-২৬, ১৬/২০২১।
Leave a Reply