আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে, প্রায় ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, মোবাইল, ওষুধ, শাড়ি ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধীনস্থ একাধিক বিওপিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, সুলতানপুর, ভোমরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই অভিযান চালানো হয়।
এর মধ্যে কাকডাঙ্গা ও তলুইগাছা বিওপির পৃথক অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
কাকডাঙ্গা ও সুলতানপুর সীমান্ত থেকে ১,২২,৫০০ টাকার ভারতীয় ওষুধ, পদ্মশাখরা ও মাদরা সীমান্ত থেকে ১,০৮,২০০ টাকার ভারতীয় শাড়ি, আগরবাতি ও বোরকা এবং ভোমরা ও হিজলদী এলাকা থেকে প্রায় ৮০ হাজার টাকার পুরাতন মোবাইল জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাচালানকারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনছিল। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্যগুলো ডায়েরি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে, পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি নির্বিচারে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply