সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় হারিয়ে বা চুরি হয়ে যাওয়া মোবাইল প্রযুক্তি মাধ্যমে উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। আজ (১৪ আগষ্ট)
সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজিব খান মহোদয়ের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৮ টি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন গুলোর মধ্যে INFINIX- ১টি, SAMSUNG Galaxy- ৪ টি, UMIDIG-১টি,OPPO-৩টি,VIVO-৪টিREDMI-৩টি,TECNO-৪ টি,REALME-১টি,Syamphony-১টি, ITEL-২টি, LAVA-১ টি, HUAWEI-১ টি, WALTON PRIMO-১টি, One plus 7-১ টি
উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার
মো: মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশ ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
Leave a Reply