মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
“শিখি বিজ্ঞানের মজার খেলা, জমে উঠুক নিত্য নতুন মেলা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা। রোববার (২৯ জুন) সকাল থেকে শুরু হওয়া এই উৎসবমুখর আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা তুলে ধরে এক ব্যতিক্রমধর্মী পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ দিলারা বেগম। স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম’র সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ছন্দা রাহার পরিচালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মেলায় শিক্ষার্থীরা হাতে তৈরি বিজ্ঞান প্রকল্প, উদ্ভাবনী মডেল ও ক্ষুদে উদ্যোক্তাদের নানা পণ্যের স্টল প্রদর্শন করে। তাদের উপস্থাপনায় ফুটে ওঠে বিজ্ঞান চর্চা এবং উদ্যোক্তা মনোভাব গঠনের বাস্তব চিত্র। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে এটি এক শিশু-কিশোর মিলনমেলায় রূপ নেয়।
বিচারকের দায়িত্ব পালন করেন স্কুল পরিচালক আহসানুর রহিম বিটু, সাবেক শিক্ষক শ্যামল রাহা এবং আ.ম আখতারুজ্জামান মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ: সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, রহিমা খাতুন, মনোতোষ রায়, মেহনাজ আক্তার ও নওশীন আক্তার মিতুল।
শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও বিশ্বজিত দাশ।
এই আয়োজনটি শুধু একটি মেলা নয়, বরং শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা হয়ে ওঠার সাহসিকতাকে তুলে ধরার এক মঞ্চ হয়ে উঠেছিল। স্থানীয় শিক্ষাঙ্গনের জন্য এটি এক অনুকরণীয় দৃষ্টান্ত।