সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে পুরাতন কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ নব নির্বাচিত কমিটির সভাপতিসহ নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি মমতাজ আহমেদ বাপি, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর, মকসুমুল হাকিম, মাসুদুর জামান সুমন, এম শাহীন গোলদার ও সেলিম রেজা মুকুল।
এসময় সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply