মো:মেরাজুল ইসলাম, মেরাজ
রংপুর প্রতিনিধি :
রংপুর শহরের সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণের জন্য। খানাখন্দে ভরা এ রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে।
এ পরিস্থিতির প্রতিবাদে ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রসমাজ। তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কের ভাঙাচোরা অংশে ধান গাছ রোপণ করেছেন। এতে রাস্তার দুরবস্থার চিত্র যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
প্রতিবাদকারীরা জানান, বছরের পর বছর ধরে এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে সৃজনশীল প্রতিবাদের মাধ্যম হিসেবে তারা ধান গাছ রোপণ করেছেন, যেন দায়িত্বশীলরা লজ্জা পান এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেন।
স্থানীয়রা আরো বলেন, বর্ষাকালে এই রাস্তায় পানি জমে ছোটখাটো পুকুরে পরিণত হয়। এতে দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হন পথচারী ও যানবাহনের চালকরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন, দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘব করা হোক। তা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।