মোঃ জুয়েল হোসেন
ক্রাইম রিপোর্টার
যশোর: সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিপন (৪৮) কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা গেছে, ৩ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত ৩:০০ টায় ডিবি পুলিশের একটি চৌকস দল যশোর কোতোয়ালী থানাধীন রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অলক কুমার দে পিপিএম, এএসআই (নিঃ) মোঃ শামসুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মোঃ রিপন যশোর জেলার কোতোয়ালী থানার রাজারহাট এলাকার মৃত সেলিমের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জিআর নম্বর ৯৩৭/১৬ মামলায় সাত বছরের সাজা পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি জিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।
ডিবি পুলিশের অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়ে এই দাগি অপরাধী। তাকে গ্রেফতারের পর আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।