নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা শাখা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা শাখা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান, মহিলা আ’লীগের সভাপতি ফাহিমা বেগম, সাধারণ সম্পাদক ইসমত জেরিন মিনা সহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। উপস্থিত বক্তাগন দিনটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
Leave a Reply