গত ১ জুলাই থেকে শুরু হওয়া সাত দিনের কঠোর লকডাউনের আজ তৃতীয় দিনেও কঠোর অবস্থানে আছে নওগাঁর সাপাহার উপজেলা ও পুলিশ প্রশাসন।
আর এই কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার জিরোপয়েন্ট,নিউমার্কেট,তিলনা,নিশ্চিন্তপুর সহ কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় লকডাউন অমান্য করে যারা ঘরের বাহিরে আসছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে তাদের বিভিন্ন ধরনের মামলার পাশাপাশি জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দু্ল্যাহ আল মামুন বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করার অপরাধে উপজেলার কয়েকটি ইউনিয়ন ও বাজারে বিভিন্ন আইনে মামলা ও অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক দেওয়া হয় এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয় হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন ঘরে থাকুন` নিরাপদে থাকুন। নিজে নিরাপদ থাকুন,অপরকে নিরাপদে রাখতে সহযোগীতা করুন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাপাহার থানার এস আই সাম্ মোহাম্মাদ ও রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
Leave a Reply