সাভারে ইয়াবা ও হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
আকতার হোসেন স্টাফ রিপোর্টার ( সাভার )
সাভারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ কর্তৃক ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) গ্রাম হেরোইন সহ ০১ ( এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম ০৮/০৮/২০২৩ ইং তারিখ ১৭.৪০ ঘটিকায় সাভার থানাধীন ব্যাংক টাউন এলাকা হইতে আসামী ১। ওমর হায়দার তুহিন (৪৪), পিতা-মোঃ আব্দুলওহাব, মাতা-রুবি বেগম, হাফিজা খাতুন, সাং-কিসমত করিমপুর, মিয়াবাড়ী, ৭ নং ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, এ/পি সাং-ব্যাংক কলোনী (ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০(দশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।