ঢাকা জেলায় সাভারে চলছে ফসলে জমির মাটি বিক্রির রমরমা ব্যবসা। ক্ষমতার অপব্যবহার করে, প্রতিনিয়ত বিক্রি করছেন শত শত গাড়ি মাটি। ভরাট হচ্ছে লক্ষ কোটি টাকার পাহাড়। সরো জমিনে গিয়ে তথ্যের ভিত্তিতে জানা যায় , মোঃ কফিল উদ্দিন, সাবেক চেয়ারম্যান সাভার উপজেলা, দীর্ঘদিন ধরে, ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে বিভিন্ন যায়গায় বিক্রি করছে। প্রতিনিয়ত ভারী করছেন পকেট ও ব্যাংক। কেউ কিছু বলতে গেলে, ক্ষমতা দেখান টপ মহলের, মনে হয় এই বাংলাদেশের মধ্যে মোঃ কফিল উদ্দিনই এক মাএ নেতা। ৫ টি ইটের ভাটার মালিক, মেনেজারের দায়িত্বে আছেন মিঠু। সে যেনো এক স্পর্শের জাদু মাখা। পা পরে না জমিনে। ছুয়া লেগেছে মোঃ কফিল উদ্দিনের, রাতে অন্ধকারে পাঁচার হচ্ছে মাটি। মনে হয়, ইউনো,এসিল্যান্ড, এমনকি সকল প্রশাসন তাদের নিকটে হয়েছে বিক্রি । দেশ রন্ত, জননেত্রী শেখ হাসিনা, দেশে শক্ত হাতে হাল ধরে টিকিয়ে রেখেছেন এই সুন্দর দেশ বা রাষ্ট্র কে। তাহারই নেতৃত্বে তৈরি হয়েছে,স্বপ্নের পদ্মা সেতু, চলমান রয়েছে বিভিন্ন যানবাহন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, ৩ ধরনের ফসল, যে জমিতে হবে, সেই জমি কাটা সম্পর্ণ নিষিদ্ধ । বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বর্তমানে এদেশে কৃষি ক্ষেত খুবই কম বিরাজ মান।যেভাবে সাভারে মাটি বিক্রি হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে, তবে আগামীদিনে, সাভারে আর মাটি খুজে পাওয়া যাবে না। তাই সরকারের সু_ দৃষ্টি কামনায় শুধু সাভার নয়, বাংলাদেশে যে কোনো স্থানে ফসলি জমি কেটে,মাটি বিক্রি করে, লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে, তাদেরকে প্রশাসনের মাধ্যমে খুজে বের করে, আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করেন।