সাভারের আশুলিয়ার বংশী নদীতে মাছ ধরতে গিয়ে টুটুল শেখ ( ১৬) নামের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ( ৭ নভেম্বর ) দুপুরে আশুলিয়ার বংশী নদীর ডগরতলি ইটখোলা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায় যে, নিহত মোঃ টুটুল শেখ ( ১৬) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে ঘোড়াপীর মাজার এলাকার আলহাজ্ব জাফর ব্যাপারী উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
শুক্রবার ( ৬ নভেম্বর ) দুপুরে আশুলিয়ার ডগরতলি বংশী নদীর ইটখোলা এলাকায় মাছ ধরা শেষে গোসল করতে নামে এবং সাতরিয়ে নদীর মাঝে চলে যায় টুটুলসহ আরো ৪ জন। অন্য তিনজন সাতারে পাড়ে উঠতে পারলেও টুটুল পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। গতকাল রাত পর্যন্ত নদীতে উদ্বান অভিযান চালিয়ে যান ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কিন্তু তার খোঁজ মেলেনি। শনিবার (৭ নভেম্বর ) সকালে পুনরায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। পরে দুপুরের দিকে ভাসমান অবস্থায় আশুলিয়ার বংশী নদীর ডগরতলী ইটখোলা এলাকা থেকে টুটুলের মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply