স্টাফ রিপোর্টার পারভেজ দেওয়ান
সাভারের পৃথক স্থান থেকে দুই জনের মোর দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনের মোরও দেহ ময়না তদন্তে জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সোমবার (১২ মে) দুপুরের সাভার মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে একজনের ও অপরজনের রেডিও কলোনি ইউটনের পাশ থেকে মরদহ উদ্ধার করা হয়। একজনের নাম আব্দুল খালেক (৭৫) টাঙ্গাইলের নাগরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেস আলীর ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি পরিচয় সনাক্ত জন্য পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ জানায় স্থানীয় ও পথচারীদের খবরের ভিত্তিতে ঢাকা- আরিচা মহাসড়কে রেডিও কলোনী এলাকা থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি। আব্দুল খালেকের মরদেহ মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে মিলিটারি ফার্মের পুকুরের পানিতে তার লাশ বাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা যাবে। সাভার মডেল থানার অপরিদর্শক এসআই শামসুল আলম বলেন দুপুরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহ ময়না তদন্তের জন্য সো হরাওযাদী হাসপাতালে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাভার মডেল থানায় কোন মামলা হয়নি হামলার প্রস্তুতি চলতেছে।