সাভারে বংশী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
আকতার হোসেন , স্টাফ রিপোর্টার ( সাভার )
সাভারের নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে বংশী নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্যে প্রায় ৩ কোটি পঁচিশ লক্ষ টাকা গত বুধবার (৯ই আগস্ট) বিকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম এর তত্বাবধানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের বলেন, বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত চলা এই অভিযানে বংশী নদীর তীর দখল করে গড়ে ওঠা মোট ৫ টি পাকা ভবন উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে দুটি দ্বিতল ভবন ও তিনটি একতলা ভবন। ভবনগুলো উচ্ছেদের মাধ্যমে অবৈধভাবে দখলকৃত ২৫ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।