নিজস্ব প্রতিনিধি:গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুমোদন বিহীন লাইসেন্স ও বিষাক্ত ক্যামিক্যাল মিশিয়ে ,দেশের বহুল প্রচলিত ব্রান্ড জাফরান তেল শ্যাম্পু সান স্কিন ক্রীম অবৈধ ভাবে উৎপাদন ও বিক্রির অভিযোগে, সাভারের মোগরাকান্দা ভাকুর্তার এম আই এন্টারপ্রাইজ নামে একটি কারখানা সীলগালা করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরেে বিআইএসটিআই এর সহকারী ম্যাজিষ্ট্রেট সাবেকুননাহার এ অভিযান পরিচালনা করেন।