সরকারি বিধিনিষেধ অমান্য করে সাভারে গার্মেন্টস কারখানা খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে কয়েকটি কারখানা মালিকের বিরুদ্ধে। তবে কারখানাগুলোতে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন।
শ্রমিকরা জানায়, সরকারী বিধিনিষেধ অমান্য করে সাভারে কয়েকটি গার্মেন্টস খোলা রাখে মালিকপক্ষ। গার্মেন্টস খোলা রয়েছে জানতে পেরে কারখানাগুলোর সামনে গেলে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যান।
এদিকে সাভার ও আশুলিয়ায় মাস্ক ও পিপি তৈরি হওয়া কিছু গার্মেন্ট খোলা রয়েছে।
স্থানীয় উপজেলা প্রশাসন জানায়, সরকারী বিধি ভঙ্গ করে কোন মালিক কারখানা খোলা রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply