আকতার হোসেন , স্টাফ রিপোর্টার : সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। গত বৃহস্পতিবার ( ২৭ জুলাই ) সকালে সাভার উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।পরে উপজেলা চত্বরে র্যালি, অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগে সভাপতি ইমতিয়াজ উদ্দিন, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগে দপ্তর সম্পাদক টিপু সুলতান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক জাবেদ মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রব খাঁন সজিব, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুন মাদবর, সাভার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন আহমেদ রানা, বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম সহ ঢাকা জেলা, সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ।