সারা দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আজ রবিবার ( ৩ রা জানুয়ারী ) ইং ঢাকা জেলার সাভার উপজেলা ৩ নং গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে ” বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত করা হয়। আজ রবিবার সকাল ১০ টা থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাস্ক পরিধান নিশ্চিত করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির জন্য বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
পাঠ্যবই বিতরণ শুরুর আগেই বিতরণ স্থান ও বিদ্যালয়ে আগত প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের হাত জীবাণু-নাশক স্প্রে এর মাধ্যমে জীবাণুমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাক- প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকগণ এবং ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শ্রেণি কক্ষে লাইনে দাড়িয়ে বিনামূল্যে নতুন পাঠ্যবই গ্রহণ করেন। আজ বিদ্যালয়ে ৩য় ধাপে বই বিতরণের সময় প্রায় ৯০ % শিক্ষার্থী দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে উৎসাহিত ভাবে তাদের নতুন বই গ্রহণ করে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা ভীষণ উচ্ছোসিত ও আনন্দিত।
Leave a Reply