প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২০, ১:১৫ এ.এম
সাভার হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক।

সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় সোহেল রানা (৩৮) এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। শনিবার ( ২১ নভেম্বর ) সকালে ঢাকা - আরিচা মহাসড়কে হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তথ্য অনুসন্ধানে, সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহত সোহেল রানা (৩৮) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইউনিমেট ঔষধ কোম্পানির মার্কেটিং রিপ্রেজেনটেটিভ কাজ করতো।
সকালে মোটর সাইকেল চালিয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিলেন সোহেল রানা। এসময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত পরিবহণ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাভার হাইওয়ে থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা আসলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের প্রস্তুত চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ. All rights reserved.