জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, “দীর্ঘদিন পর ইউনিয়নে দলের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করতে এই কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া, যিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল মুন্সী, শাহিন ভূঁইয়া, জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক ইকতিয়ার মুহুরী বলেন, “এই কার্যালয়কে কেন্দ্র করে সিংগারবিল ইউনিয়নে বিএনপি আরও সুসংগঠিতভাবে কাজ করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে।”
নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এখান থেকেই দলীয় সব কার্যক্রম পরিচালিত হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।