স্টাফ রিপোর্টার, সেলিম রেজাঃ-সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ১৩ মার্চ ২০২২ ইং তারিখ ০৯:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিত, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নর ৫নং ওয়ার্ডর রশিকনগর গ্রাম জৈনক মাঃ সাহবুল ইসলাম এর রাইস মিলের পূর্ব দিক ইটের রাস্তার উপর হত কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরাধী অভিযান পরিচালনা করে (ক) ফন্সিডিল-১৩০ (একশত ত্রিশ) ববোতল (খ) মাবাইল ফোন-০১(এক) টি, (গ) সীমকার্ড-০১(এক)টি, (ঘ) ফন্সিডিল বহনকারী ব্যাগ- ০১(এক)টি, (ঙ) একটি মাটর সাইকল এবং (চ) হেলমেট ০১(এক)টিসহ ১। মোঃ সুকুদ্দি (২৬), পিতা-মো: সাদিকুল ইসলাম, মাতা-মাছাঃ দুলালী বগম, সাং-তলকুপি (বিশ্বাসতলা পাড়া), ইউপি-৭নং শাহাবাজপুর, থানা- শিবগঞ্জ, জলা- চাঁপাইনবাবগঞ্জ কে হাতনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফন্সিডিল অবৈধভাবে সংগ্রহ কর বিক্রয়র উদ্দশ্য তার নিজ হেফাজতে রেখে মর্মৈ সাক্ষীদর সম্মুখ অকপট স্বীকার করে।
উল্লিখিত জব্দকত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়র উদ্দশ্য নিজ হেফাজতে রেখে যুব সমাজক বিপথগামী করছে।
উপরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।