বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরতা ইউনিয়ন আওয়ামীলীশগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল ছাড়াও আতসবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গতকাল (১৭ মার্চ ২০২১ খ্রিঃ বুধবার) সন্ধ্যা হতে রাত ১০ টা পর্যন্ত ৫নং সিরতা ইউনিয়নের সিরতা বাজারের পশ্চিম পার্শে ডাঃ মোশফিকুর রহমান শুভ হাসপাতালের মাঠে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরু থেকে রাত ১০ টা পর্যন্ত সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাইদ ১ মিনিটের জন্য চেয়ারে বসতে রাজি হননি। উনি বলেন এখনে যাহারা উপস্থিত হয়েছেন সকলে আমার বাবার বয়েসী, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উনাদের সামনে বসার যোগ্যতা আমার নেই। আজ আমি চেয়ারম্যান ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ভূষিত হয়েছি উনাদের দোয়া ও চেষ্টার দ্বারা।
এ সফলতা অর্জন একা আমার নয় বরং সিরতা ইউনিয়নবাসীর। এমনকি চেয়ারম্যান বলেন, আমি আজ যত টুকু হাসিল করেছি তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিউর রহমান স্যার এর দ্বারায় হতে পেরেছি। সিরতা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে ভালবাসে তাই আজ আমি উনাদের ভালবাসায় চেয়ারম্যান।
এক পর্যায়ে বক্তব্যের মাঝে চেয়ারম্যান আবু সাইদ বলেন আজ মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলা ও সোনার বাংলা হিসাবে গড়ে তুলার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকটায় সফল হয়েছেন। আজ উনার সফলতা নয়, সফলতা আওয়ামীলীগের, সফলতা আমাদের। আমি সিরতা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন ও সোনার ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
সিরতা ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিরতা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ ঝিনু মেম্বার, মোয়াজ্জেম হোসেন ইউনুস আলী মাস্টার, এছাড়াও আওয়ামী লীগের নেতা ডাক্তার হারুন অর রশীদ, রহুল মেম্বার, ফয়জুর রহমান ফজলু মেম্বার, শহিদুল ইসলাম মেম্বার, আজিজুল ইসলাম মেম্বার, তালেব হোসেন খানসহ সিরতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়ন সহ পরানগঞ্জ, বোররচর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।। কফি