শরীফ আহমেদ স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ যুগ্ম সচিব পদে পদোন্নতিজনিত কারণে বদলি হওয়ায় তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩ টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম ।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসকের শিক্ষা ও কর্ম জীবনের উপর সূচনা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান , মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানার ওসি মো.শহিদুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মনোয়ার হোসেন কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আক্তারুজ্জামান, থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম , ইউপি চেয়ারম্যান মঈনুল হক প্রমুখ।
পরে বিদায়ী জেলা প্রশাসককে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। এর আগে বিদায়ী জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ অনুষ্ঠানস্থলে এলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, তাড়াশ প্রেস ক্লাব, তাড়াশ থানা, ইউপি চেয়ারম্যনগণ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি কর্মকতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply