মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিষেশ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে ৫ টি নব নির্মিত পাকা সড়ক ও একটি স্কুলের শ্রেণী কক্ষ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে বড়হর স্কুল এ্যান্ড কলেজ মাঠে সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুলফিকার আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সল কাদের রুমী,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবু সায়েদ,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহিদুজ্জামান কাকন,সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব ও সম্পাদক মীর আরিফুল ইসলাম সহ প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৪ কোটি ৭৪ লাখ লাখ টাকা ব্যায়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এর আগে সংসদ সদস্য তানভীর ইমাম সরেজমিন
প্রায় ৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যায়ে নব নির্মিত বড়হর সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
Leave a Reply