সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান প্রমুখ।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। আলোচনা শেষে ৩ শ প্রান্তিক চাষিদের মাঝে বীজ,ডিএপি,এমওপি প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ সহকারী কৃষি অফিসার মো. জহুরুল ইসলাম।
Leave a Reply