সিলেটের দক্ষিণ সুরমায় জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ফুলভরী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের গোটাটিকর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করছেন মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।