সিলেটে ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। শনিবার (১৩ মার্চ) বিকেলে কদমতলি থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কদমতলি মুক্তিযোদ্ধা চত্বর থেকে মালামাল বহনকারী সন্দেহজনক প্রাইভেট কার (রেজি. নং-ঢাকা মেট্রো-গ-১২-২০৭৩) আটক করা হয়। পরে সেটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এসময় প্রাইভেট কারে থাকা চালক মো. মেহেরাজ আহমদ (২৩) ও যাত্রী মো. মুর্শেদ (৩০) ও মুন্না আহমেদ (১৯) এবং মো. আলী আজগর (৫৩) কে আটক করে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply