শিরোনাম :
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পেলেন মোজাম্মেল হোসেন বাবু ধামরাইয়ে বিজ্ঞান মেলা নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কো*কেন ও হি*রোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী। রাজশাহীতে হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা কোটচাঁদপুরে অতিরিক্ত টাকা নেওয়ায় জনগণের রোষানলে সাব রেজিস্ট্রার ঝিনাইদহে মোটর শ্রমিক ইউনিয়নের ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু Daily Detectivenews কেরানিগজ্ঞের বিপুলের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

সিলেটে প্রতারক স্বামী-স্ত্রী’র ফাঁদে প্রবাসী : কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ- সিলেটে প্রতারণার ফাঁদে ফেলে এক যুক্তরাজ্য প্রবাসীর কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে প্রতারক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত সিলেটে মামলা দায়ের করেন এয়ারপোর্ট থানাধীন নূরানী বনকলাপাড়া সুবিদবাজার এলাকার মৃত সৈয়দ ইয়াওর মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ফরিদ আহমদ (৪৮)। যাহার কোতয়ালী সি.আর মামলা নং- ৯৫৪। মামলাটি বর্তমানেও চলমান রয়েছে।

মামলা সুত্রে যুক্তরাজ্য প্রবাসী প্রতারক স্বামী-স্ত্রী হচ্ছেন- জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়নের লহরী নোয়াগাঁও এলাকার মৃত সৈয়দ উল্লাহের পুত্র যুক্তরাজ্য প্রবাসী মনোয়ার আলী (৪৯) ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী লিজা সাবরিনা চৌধরী (৪২)।

মামলা ও বাদী সুত্রে জানা গেছে- প্রবাসী সৈয়দ ফরিদ আহমদ ও প্রতারক মনোয়ার আলী একে অপরের মধ্যে ভালো বন্ধুত্বের সর্ম্পক ছিলো। প্রবাসী সৈয়দ ফরিদ আহমদ নিম্ন তফশীল বর্ণিত ১৭.১৪ একর ভূমির স্বত্ববান ও মালিক। তাই প্রবাসী সৈয়দ ফরিদ আহমদ তার স্বত্ববান ১৭.১৪ একর ভূমিতে একটি ব্যতিক্রমধর্মী রিসোর্ট নির্মাণের আশায় দেশে অবস্থান করেন। উক্ত রিসোর্ট নির্মাণের কথা মনোয়ার আলীর সঙ্গে আলাপকালে সেও রিসোর্ট নির্মাণের ইচ্ছে পোষন করলে সে যৌথ অংশীদারীত্বের মাধ্যমে রিসোর্ট নির্মাণে রাজি হয়। তখন মনোয়ার আলী প্রবাসী সৈয়দ ফরিদ আহমদকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী প্রস্তাব করে বলে যে তার নিকট অসংখ্য বিনোয়কারীও রয়েছে। এছাড়াও তার দুই ভাই মৌরস আলী ও মমশর আলী যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী তারাও তাদের এই রিসোর্ট প্রকল্পে বিনোয়গ করবে বলে প্রলোভন দেখায়।

তাছাড়াও মনোয়ার আলী কৌশলে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, সিআইপির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান (নাছির), দ্যা ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তা জাফরুল ইসলাম, পিএইচডি, বাংলাদেশ ব্যাংকের জি.এম মোহাম্মদ আহমদ আলীর সঙ্গে তার সু-সর্ম্পক আছে বলে প্রবাসী সৈয়দ ফরিদ আহমদকে ব্রেইন ওয়াশ করার লক্ষ্যে তাদের ভিজিটিং কার্ড প্রদান করে জানায় যে তাদের রিসোর্ট নির্মাণে তাদের সহযোগিতা পাবে বলে প্রলোভন দেখায়। এমনকি তার কোন এক ঘনিষ্টজন বড় বিনোয়কারী সেও না কি তাদের রিসোর্ট নির্মাণে শত কোটি টাকা বিনিয়োগ করবে বলে তাকে আশ্বস্থ করে।

২০২০ সনের সেপ্টেম্বরে মনোয়ার আলী যুক্তরাজ্য হইতে দেশে আসলে তারা উভয় পক্ষের সম্মতিক্রমে ‘অক্সবো এর্গ্রো ওয়াটার পার্ক লিমিটেড’ নামের একটি কোম্পানী গঠন করেন। যাহার রেজি নং- সি- ১৬১২৬০। আর তখন কোম্পানীর চেয়ারম্যান মনোয়ার আলী ও এম.ডি প্রবাসী সৈয়দ ফরিদ আহমদ নিযুক্ত হোন। আর প্রবাসী সৈয়দ ফরিদ আহমদের মালিকানাধীন ১৭.১৪ একর ভূমির অর্ধেক অংশ ৮.৫৭ একর ভূমি মনোয়ার আলী এক কোটি টাকা সাব্যস্থ করিয়া সে তাহার নিকট হইতে ক্রয় করে কোম্পানী বরাবরে হস্তান্তর করবে। তবে শর্ত ভূমির এক কোটি টাকা সে তিনটি কিস্তিতে পরিশোধ করবে বলে জানায়। তবে শর্ত অনুযায়ী সে প্রথম কিস্তিতে ত্রিশ লক্ষ টাকা প্রদান করবে। পরবর্তীতে ১৩/০৯/২০২০ ইং তারিখে সিলেট সদর সাব রেজিষ্ট্রারী অফিসে উভয়পক্ষ ৫৫৭৭/২০নং রেজিঃ চুক্তিনামা সম্পাদনে তিনটি কিস্তিতে মনোয়ার আলী তাকে টাকা প্রদানের শর্তে প্রবাসী ফরিদ আহমদ তার মালীকানাধীন ১৭.১৪ একর ভূমির অর্ধেক অংশ ৮.৫৭ একর ভূমি ৫৫৭৮/২০নং সাফ কাবালা দলীলমুলে মনোয়ার আলীর নিকট হস্তান্তর করেন। অন্যদিকে মনোয়ার আলী তার স্ত্রী সাবরিনা চৌধুরীর নামীয় এন.আর.বি ব্যাংক চৌহাট্রা শাখার হিসাব নং- ৩০১১০৪০০৩২১৩৫ এর ১৩/০৯/২০২০ ইং তারিখের ত্রিশ লক্ষ টাকার একটি ব্ল্যঙ্ক চেক যাহার নং- ০০০০০১৬ প্রবাসী ফরিদ আহমদকে প্রদান করে। কিন্তু সেই চেকে মনোয়ার আলী কোন তারিখ ও টাকার পরিমান উল্লেখ করে নি। ভূমির দলিল রেজিষ্ট্রারী শেষ হলে এন.আর.বি ব্যাংক চৌহাট্রা শাখায় গেলে একাউন্টে ত্রিশ লক্ষ টাকা নাই বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। তখন মনোয়ার আলী পনের লক্ষ টাকা পরিশোধ করবে আর বাকী পনের লক্ষ টাকা ১৫ দিন পর পরিশোধ করবে বলে অনুরোধ জানায়। তখন প্রবাসী ফরিদ আহমদ মনোয়ার আলী ও তার স্ত্রী সাবরিনা চৌধুরীর প্রতারণার কৌশল সমন্ধে টের পান আর পনের লক্ষ টাকা তার একাউন্টে ট্রান্সফার করে আনেন।

পরবর্তীতে মনোয়ার আলীর কথামতো বিগত ১৮/০৯/২০২০ ইং তারিখে পাওনা টাকার পাওয়ার আশায় তাদের নিকট যুক্তরাজ্য যান প্রবাসী ফরিদ আহমদ। অবশেষে মনোয়ার আলী ও তার স্ত্রী সাবরিনা চৌধুরী বিগত ৩০/০৫/২০২১ ইং তারিখে একটি স্ক্যানিং স্ট্যাম্পে তার স্বাক্ষর নিয়ে তাকে বর্ণিত প্রথম কিস্তির বকেয়া পনের লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা প্রদান করে। তবে মনোয়ার আলী ও তার স্ত্রী সাবরিনা চৌধুরী প্রবাসী ফরিদ আহমদকে তাদের প্রতারণার ফাঁদে ফেলে কৌশলে তার এক কোটি টাকার ভূমি মাত্র বিশ লক্ষ টাকা দিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।

উল্লেখ, দ্বিতীয় কিস্তি বিগত ১২/০৯/২০২১ ইং তারিখে চল্লিশ লক্ষ টাকা পরিশোধ করার কথা থাকলেও প্রতারক স্বামী-স্ত্রী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। একইভাবে প্রতারক স্বামী-স্ত্রী তার তৃতীয় কিস্তির আরো ত্রিশ লক্ষ টাকা পরিশোধ করার সময় অতিবাহিত হতে থাকলেও এখনো কোনরুপ যোগাযোগ করে নি। তবে মনোয়ার আলী ১৩/০৯/২০২০ ইং তারিখের ৫৫৭৭/২০নং রেজিঃ চুক্তিনামায় ৭নং দফায় অঙ্গীকার করিয়াছে যে,’চুক্তির শর্তানুসারে প্রবাসী ফরিদ আহমদের ভূমির মূল্য বাবদ এক কোটি টাকা প্রদান করতে ব্যার্থ হলে সেচ্ছায় তার নিকট তার ভূমি ফেরত দিবে। পরবর্তীতে প্রবাসী ফরিদ আহমদ যুক্তরাজ্য থেকে দেশে এসে বিগত ১৪/১০/২০২১ ইং তারিখে মনোয়ার আলীর নিকট লিগ্যাল নোটিশ করেন কিন্তু এখনো পর্যন্ত প্রতারক মনোয়ার আলী লিগ্যাল নোটিশের জবাব বা তার সঙ্গে যোগাযোগ করে নি।

তবে প্রতারণার মাধ্যমে প্রবাসী ফরিদ আহমদের ভূমি আত্মসাৎ করে তার ভূমির টাকা পরিশোধ না করেই শুধু মাত্র পেশী শক্তি ও অজ্ঞাতনামা একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রবাসী ফরিদ আহমদের মালিকানা ভুমির উপর অবৈধ স্থাপনা নির্মাণ সহ দুটি সাইনবোর্ড স্থাপন করে ভূমি জবর দখলের অপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে প্রতারক মনোয়ার আলীসহ তার সন্ত্রাসী বাহিনী এমনকি ভূমি জবর দখলকে কেন্দ্র করে যে কোন সময় এই এলাকায় হত্যার মতো বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে মনোয়ার আলী চক্র। তাতে করে যেকোন মূহুর্তে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটার সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষে প্রবাসী ফরিদ আহমদ এই মানুষরুপী প্রতারক স্বামী-স্ত্রীর নিকট হইতে তার মতো নিরীহ মানুষকে রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

তফশীলঃ–

সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরের রানওয়ের পশ্চিম প্রান্ত সংলগ্ন এস.এ জে.এল নং- ২৪, বি.এস.জে.এল নং- ০৭, এস. খতিয়ান নং- ২৭৮, বি.এস খতিয়ান নং- ১৬৬, এস.এ দাগ নং- ৯৫২, ৯৫৩, ৯৫৪,৯৫৫ এবং বি.এস নং- ২২৭৫, ২২৭৬, ২২৭৭ দাগে ১৭.১৪ একর ভূমি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com